|
প্রিন্টের সময়কালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০১:২৭ অপরাহ্ণ

খুলনায় এনসিপি নেতাকে গুলি, আশঙ্কামুক্ত


খুলনায় এনসিপি নেতাকে গুলি, আশঙ্কামুক্ত


খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার কাছে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
 

আহত ওই নেতা হলেন এনসিপির শ্রমিক সংগঠন ‘শ্রমিকশক্তি’র বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি মোতালেব শিকদারের মাথার চামড়া স্পর্শ করে বেরিয়ে যায়। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান।
 

ওসি অনিমেষ মন্ডল আরও জানান, আহত মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
 

কী কারণে তাকে গুলি করা হয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
 

উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে দুই যুবককে হত্যা করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫