ওলামা-মাশায়েখদের ওপর জুলুম আল্লাহও মেনে নেন না: মীর সরফত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর জামেয়া এমদাদিয়া মাদরাসা প্রাঙ্গণে লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, “ওলামা-মাশায়েখদের ওপর জুলুম ও নির্যাতন আল্লাহও মেনে নেন না। তাই শেখ হাসিনার শাস্তি আল্লাহ নিজেই দিয়েছেন এবং তার বিচার এখন বাংলাদেশের মাটিতেই হচ্ছে।”
বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে যথাযথ বিচার কার্যকর করা হোক। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে কোনো ব্যত্যয় ঘটবে না। বিএনপি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। ইতোমধ্যে দল থেকে এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।”
অনুষ্ঠানটি সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. মমিন আলী।
এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা খালেক শিকদার ও নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫