মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, বাসাইলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে মধ্যরাতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটে। একই সঙ্গে আজ রোববার তাঁর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্রসমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
শহরের কবি নজরুল সরণিতে অবস্থিত কাদের সিদ্দিকীর বাসভবনের নিচতলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। এর ওপরের দুই তলায় তাঁর বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও কর্মচারীরা জানান, রাত একটার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে মই বেয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। মুখোশধারী ও হেলমেট পরা হামলাকারীরা স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এদিকে আজ রোববার কাদের সিদ্দিকীর প্রধান অতিথিত্বে বাসাইল শহীদ মিনারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু একই সময়ে ‘ছাত্র সমাজ’ ব্যানারে ছাত্রসমাবেশের ঘোষণা দেওয়া হলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫