|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০৭:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫


চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫


চট্টগ্রাম ব্যুরো:-

 

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় যুবলীগের ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আট-দশজন যুবক একটি ব্যানার নিয়ে হঠাৎ মিছিল বের করে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত মিছিলটির নেতৃত্বে ছিলেন নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ। মিছিলের ভিডিও (দৈর্ঘ্য ১ মিনিট ১১ সেকেন্ড) দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
 

ভিডিও বিশ্লেষণ করে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—মো. দিদারুল আলম (৩৩), মো. আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মো. জুয়েল (২৮) ও সুমন (২৫)।
 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা মিছিলে সরাসরি অংশ নিয়েছেন। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫