|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৯:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০২:৫৭ অপরাহ্ণ

খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ফেসবুক কমেন্টের জেরে গ্রেপ্তার ১


খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ফেসবুক কমেন্টের জেরে গ্রেপ্তার ১


ঢাকা প্রেস নিউজ

 

ফেসবুকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামে এক ব্যক্তিকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

আশুলিয়া থানা-পুলিশ জানায়, গত ৫ এপ্রিল ‘পিনাকী–Dadabhai Pinaki’ নামে একটি ফেসবুক পেজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় নিয়ে একটি লেখা প্রকাশ হয়। সেখানে এবাদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কমেন্টে খালেদা জিয়াকে উদ্দেশ করে অশালীন, কুরুচিপূর্ণ ও অপমানজনক মন্তব্য করেন। বিষয়টি নজরে আসে যুবদলের স্থানীয় নেতা আতাউর রাহিমের, যিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহ–সভাপতি। পরে তিনি আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
 

মামলার পর সোমবার রাতে বরিশালের উজিরপুর থেকে এবাদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন (মঙ্গলবার) তাকে আশুলিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫