|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩ অপরাহ্ণ

বনপাড়া বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৪ জন আহত


বনপাড়া বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৪ জন আহত


সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে পিকনিকের যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৪ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বনপাড়া -হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর থেকে নাটোরের লালপুরের গ্রীনভ্যালী পার্কে পিকনিক করতে আসে বাস পিকনিক শেষে তারা পুনরায় গাজীপুর ফিরছিলেন। পথে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে পৌছালে সামনে থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস সামনের একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে পিকনিকের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ীর অন্তঃত ৪ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। এদিকে দুর্ঘটনার পর বাসের চালক বাসটি রেখেই পালিয়ে যায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫