দীর্ঘ এক বছর পড়ে আবারও জাতীয় দলে জাহানারা আলম

সর্বশেষ ২০২৩ সালের মে মাসে বাংলাদেশে জার্সিতে খেলেছেন জানারা আলম। মাঝে এশিয়া কাপ, বিশ্বকাপসহ ঘরের মাঠে ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষেও দলে ছিলেন না তারকা পেসার জাহানারা আলম। এরপর মাঝে দীর্ঘ ১ বছর কেটে গেলেও ডাক পাচ্ছিলেন না তিনি। অবশেষে আসন্ন এশিয়া কাপে আবারও দেশের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন জাহানারা। সবশেষ নারী ডিপিএলে হন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। যা তাকে শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এশিয়া কাপ দলে সুযোগ পাইয়ে দেয়।
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও পথহারা হননি জাহানারা। ফেরার লড়াইয়ে সর্বোচ্চটুকু দিয়ে নিজেকে প্রস্তুত রেখেছেন যেকোনো সময়ের জন্য। শুক্রবার বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘প্রতিটি সময় আমি নিজেকে প্রস্তুত রেখেছি যেন নারীর দলে যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রস্তুত হয়ে থাকতে পারি।’
জাহানারা আরও বলেন, ‘চেষ্টা করেছি যেন ভালো পারফরম্যান্স করতে পারি। প্রতিটি সময় আমি নিজেকে প্রস্তুত রেখেছি। যেন নারী দলে যখনই আমার প্রয়োজন হবে, প্রস্তুত থাকতে পারি। শেষ প্রিমিয়ার লিগেও দারুণ পারফরম্যান্স হয়েছে৷ দীর্ঘ ৯ মাসের পরিশ্রম বলতে পারেন। সবকিছু মিলিয়ে এটা দারুণ অনুভূতি যে আমি আবারও বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারব।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫