|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০৩:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০১:৩৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত: আসামি পলাতক


নারায়ণগঞ্জে পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত: আসামি পলাতক


ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জ সদর: নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে আহত করে এক ব্যক্তি পালিয়ে গেছে।
 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে জিমখানা মোড়ে ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কামরুজ্জামান (৩০) নারায়ণগঞ্জ সদর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত।
 

পুলিশ জানায়, বাবু (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্য কামরুজ্জামানের ডান কব্জিতে ছুরি দিয়ে আঘাত করে সে পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক আসামি বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫