ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ সরকার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সঙ্গে একটি বড় ঋণচুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ৬০ কোটি ডলার ঋণ পাচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) 'স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম' এর আওতায় এ ঋণচুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, আর এডিবির পক্ষে স্বাক্ষর করেন অফিসার্স ইনচার্জ জিংবো নিং।
এ ঋণের অর্থ বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণে ব্যয় করা হবে। এর পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, বাণিজ্য নীতি এবং লজিস্টিক সেক্টরের শক্তিশালীকরণও লক্ষ্য থাকবে।
ঋণ চুক্তির আওতায় এ কর্মসূচির পূর্বশর্তগুলো ইতোমধ্যে পূর্ণ হয়েছে। অর্থ মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। এর উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা।
এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে সংস্থাটি বাংলাদেশের জন্য নিজেদের আর্থিক সহায়তার একটি বড় অংশ প্রদান করে আসছে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে ৩২ হাজার ৪৯৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা এবং ৫৭১.৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান সহায়তা দিয়েছে এডিবি। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষ্টি এবং সুশাসন সেক্টরগুলোতে এডিবি সাধারণত বেশি সহায়তা প্রদান করে।