|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জুন ২০২৪ ০২:১২ অপরাহ্ণ

মূলধনী আয়ে কর প্রত্যাহারের দাবি ডিবিএর


মূলধনী আয়ে কর প্রত্যাহারের দাবি ডিবিএর


পুঁজিবাজারে মন্দা এবং আর্থিক সঙ্কটে থাকা বিনিয়োগকারীদের অবস্থা বিবেচনা করে মূলধনী আয়ে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ে কর হার শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ করারও দাবি জানিয়েছে সংগঠনটি।  

 

মঙ্গলবার প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। বলেন, অর্থনীতি যতটা চাপে আছে তার চেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। গত ফেব্রুয়ারিতে ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর সামান্য বৃদ্ধির পেয়ে একটানা সূচক পড়ছে দেশের দুই পুঁজিবাজারে। গত চার মাসে প্রায় দেড় লাখ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

 

এদিকে খাড়ার ওপর মরার ঘা হিসেবে এসেছে প্রস্তাবিত বাজেট। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের শেয়ার বিক্রি করে আয় অর্থাৎ মূলধনী মুনাফা ৫০ লাখ টাকার বেশি হলে করারোপের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির করহার আড়াই শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এতে তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান হ্রাস পেয়েছে।

 

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রায় চার বছর ধরে খরার মধ্যে আছে দেশের দেশের পুঁজিবাজার। উত্তরণের চেষ্টা করেও হচ্ছে না। একটা গণজাগরণের সৃষ্টি না হলে এই জায়গা থেকে উত্তরণ সম্ভব নয়। তিনি বলেন, পুঁজিবাজারে দরপতনের কারণ হিসেবে শুধু করারোপই দায়ী নয়, দীর্ঘ মেয়াদে সুশাসনের অভাব রয়েছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারসহ বিভিন্ন অংশীজন এর দায় এড়াতে পারেন না বলেও স্বীকার করেন ডিবিএ সভাপতি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫