|
প্রিন্টের সময়কালঃ ২০ জুলাই ২০২৫ ০৬:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৫ ০৩:০৮ অপরাহ্ণ

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল


শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক মামলা দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। রোববার দুপুর ১২টায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর গাজী এম এস তামিম।
 

অভিযুক্ত অন্য দুই ব্যক্তি হলেন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে পলাতক আসাদুজ্জামান খান কামাল এবং সেই সময়ের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
 

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় নিরীহ, নিরস্ত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে পাঁচটি সুনির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। শেখ হাসিনাকে ওই ঘটনার মূল ‘মাস্টারমাইন্ড’ ও ‘সুপিরিয়র কমান্ডার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় বাহিনীকে হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান (এপিসি) এবং অন্যান্য মারণাস্ত্র ব্যবহারের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা। গুলি চালানোর সরাসরি নির্দেশ দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং সেই নির্দেশ বাস্তবায়ন করেন তৎকালীন আইজিপি মামুন।
 

মামলার সাক্ষী তালিকায় রয়েছেন বর্তমান সরকারের দুই উপদেষ্টা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী এবং আন্দোলনে হতাহতদের স্বজনসহ মোট ৩৫ থেকে ৪০ জন। সাক্ষীরা কেউ চিকিৎসা দিয়েছেন, কেউ নিজের চোখে সহিংসতা প্রত্যক্ষ করেছেন, আবার কেউ শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে লাশ গ্রহণ ও দাফনে অংশ নিয়েছেন।
 

আনুষ্ঠানিক অভিযোগপত্রে বলা হয়েছে, ৩, ৪ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শেষ পর্বে শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনীর প্রতি সরাসরি গুলি চালানো, মানুষ পঙ্গু করে দেওয়ার নির্দেশ দেন। তার ফোন কল রেকর্ড, ভিডিও ফুটেজ, উদ্ধার করা বুলেট ও হেলিকপ্টারের ফ্লাইট শিডিউলসহ একাধিক আলামত সংযুক্ত করা হয়েছে।
 

প্রসিকিউশনের তথ্যমতে, পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে—
১. মানবতাবিরোধী অপরাধে উস্কানি ও প্ররোচনার অভিযোগ (শেখ হাসিনার বিরুদ্ধে),
২. সরাসরি গুলির নির্দেশনা,
৩-৫. নির্দিষ্ট সময় ও স্থানে সংঘটিত তিনটি ভিন্ন সহিংস ঘটনার ভিত্তিতে অভিযোগ।

 

এর আগে গত ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয়। তদন্ত শেষে ১৪ আগস্ট ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। এরই ধারাবাহিকতায় প্রসিকিউশন বিভাগ মামলাটি আনুষ্ঠানিকভাবে রুজু করে।
 

সূত্র জানিয়েছে, অভিযোগ গ্রহণের পর ট্রাইব্যুনাল অভিযুক্তদের হাজির হওয়ার জন্য সমন জারি করতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫