নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও প্রভাষককে মারপিট করায় গ্রেফতার ২জন

নাটোর প্রতিনিধি:-
নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ মাজেদুর রহমান সেলিম এর উপরে বিএনপি কর্মী আঃ ওহাব ওরফে আঃ রউফ এর নেতৃত্বে ৮/১০ জন সাজেদুর রহমান সেলিমের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় দুইজন কে আটক করেছে যৌথ বাহিনী।
জানা যায়, গতকাল রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দকোলা এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে বাড়ি ফেরার পথে নাটোর সদর উপজেলার চন্দ্রকোল এলাকায় দৈনিক প্রান্তজন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ মাজেদুর রহমান সেলিম কে কলেজ কমিটিকে কেন্দ্র করে তার উপরে উপরে সন্ত্রাসী হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে দেওয়া হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।
দৈনিক প্রান্তজন পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক মোঃ মাজেদুর রহমান সেলিম কে মারপিট করার অভিযোগের পেক্ষিতে রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে দুইজন কে আটক করে নাটোর সদর থানা সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন,
১। আঃ ওহাব ওরফে আঃ রউফ (৫৮) পিতা মৃত আঃ গফুর, ২। মোঃ আক্কাস আলী, (৬৫) পিতা এছার উদ্দিন, উভয় সাং চন্দকোলা, থানা নাটোর সদর, জেলা নাটোর।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)নাটোর মাহমুদা শারমীন নেলী বলেন, এঘটনায় নাটোর সদর থানায় গতকাল মামলা হয়েছে এজহারনামীয় আসামি দুইজন কে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ও অপরাধীর সাথে জড়িত অনন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যহত আছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫