|
প্রিন্টের সময়কালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০২:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প


গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প


অনলাইন ডেস্ক

 

গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার জেরে ইউরোপের আটটি দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ এসব দেশের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
 

বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকে অংশ নেওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প।
 

ওই পোস্টে তিনি বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুতের সঙ্গে তাঁর ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। বৈঠকের ভিত্তিতে গ্রিনল্যান্ড বিষয়ে একটি ‘ভবিষ্যৎ চুক্তির রূপরেখা’ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
 

ট্রাম্প বলেন, ‘এই সমাধান যদি চূড়ান্ত হয়, তবে তা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সদস্য দেশগুলোর জন্য একটি চমৎকার ফল বয়ে আনবে।’
 

এ প্রেক্ষাপটে তিনি ঘোষণা দেন, ‘এই বোঝাপড়ার ভিত্তিতে ইউরোপের আট দেশের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে আমি সরে আসছি।’
 

তবে গ্রিনল্যান্ড সংশ্লিষ্ট ‘দ্য গোল্ডেন ডোম’ প্রকল্প নিয়ে অতিরিক্ত আলোচনা চলমান রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আলোচনার অগ্রগতি পরবর্তী সময়ে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
 

এর আগে ডব্লিউইএফের এক অধিবেশনে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছেই থাকা উচিত। তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে কোনো ধরনের বলপ্রয়োগ করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
 

গ্রিনল্যান্ড ইউরোপীয় দেশ ডেনমার্কের অংশ। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, উত্তর মেরুর আর্কটিক অঞ্চলে বরফ গলার ফলে পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। এ অবস্থায় খনিজসম্পদসমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে গ্রিনল্যান্ডসহ পুরো আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে আগ্রহী ওয়াশিংটন। এ কারণেই গ্রিনল্যান্ডের মালিকানা চায় যুক্তরাষ্ট্র।
 

উল্লেখ্য, ট্রাম্পের এ নীতির বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি।

সূত্র: বিবিসি


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬