|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৫ ০৭:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ণ

কুড়িগ্রামে ৪১৮ বস্তা অবৈধ টিএসপি সার জব্দ, নকলের সন্দেহ


কুড়িগ্রামে ৪১৮ বস্তা অবৈধ টিএসপি সার জব্দ, নকলের সন্দেহ


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

.
 

কুড়িগ্রাম জেলার উলিপুরে উপজেলায় ৪১৮ বস্তা টিএসপি কমপ্লেক্স সার অবৈধভাবে মজুদ ও নকল সন্দেহে জব্দ করেছে উপজেলা প্রশাসন। মেসার্স লিমন ট্রেডার্স নামক একটি বালাইনাশক ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম এবং একটি ট্রাক থেকে এই সার জব্দ করা হয়।

 



স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২২ জানুয়ারি) বিকেলে থেতরাই ইউনিয়নের পশ্চিম মাথা গোল চত্বর সংলগ্ন রওশন আলী নওশাদের খুচরা বালাইনাশক ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স লিমন ট্রেডার্সে ট্রাক ভর্তি সার আসে। এ সময় দোকানে ১৩৫ বস্তা সার নামানোর ঘটনা স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রশাসনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ১৩৫ বস্তা সার জব্দ করেন। এ ছাড়া দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে মালিকবিহীন ২৮৩ বস্তা সারও জব্দ করা হয়।

 


 

বিসিআইসি’র লাইসেন্সবিহীন ব্যবসায়ীর কাছে বিপুল পরিমাণ সার কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সার ডিলাররা।
 

উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, মেসার্স লিমন ট্রেডার্সের মালিক রওশন আলী নওশাদ বালাইনাশক খুচরা ব্যবসায়ী হলেও তিনি টিএসপি সার অবৈধভাবে মজুদ করেছেন। সারের আসল-নকল নির্ধারণে নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।
 

এ বিষয়ে রওশন আলী নওশাদ বলেন, “আমি খুচরা সার বিক্রি করি। তবে সার কেনা ও বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স আমার নেই। এগুলো টিএসপি বাংলা সার, যা চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে।”
 

উপজেলার বিসিআইসি’র ডিলাররা জানান, গত চার মাস ধরে টিএসপি কমপ্লেক্স সার সরবরাহ বন্ধ। ডিলাররা প্রতি মাসে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ বস্তা বরাদ্দ পেয়ে থাকেন। ফলে বাজারের চাহিদা মেটাতে দ্বিগুণ লাভের আশায় লাইসেন্সবিহীন ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুদ করছেন বলে ধারণা করা হচ্ছে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদর রহমান বলেন, “অবৈধ মজুদের কারণে সারগুলো জব্দ করা হয়েছে। পরীক্ষায় যদি সেগুলো নকল প্রমাণিত হয়, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫