উজানের ঢল আর ভারী বৃষ্টিতে তিস্তায় পানি হঠাৎ বিপৎসীমার ওপরে
প্রকাশকালঃ
১৯ জুন ২০২৩ ০৫:১৭ অপরাহ্ণ ১৯৩ বার পঠিত
উজানের ঢল আর ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার বেলা ১২টায় নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে বেলা ৯টায় ৫ সেন্টিমিটার নীচে নামে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে গতকাল রবিবার রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে।
আজ সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার অতিক্রম করে ৫ সেন্টিমিটার উপরে উঠে। এর পর সকাল ৯টায় পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার এবং বেলা ১২টায় আরো কমে ১৭ সেন্টিমিটার নীচে নামে।
তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার ছয়টি ইউনিয়নের ১৫টি চর গ্রামের মানুষ বন্যার আতঙ্কের মধ্যে পড়েছে। এসব গ্রামে মানুষ প্রস্তুতি নিতে থাকে বন্যা পরিস্থিতি মোকাবেলার।
অনেকের ঘরবাড়িতে পানি প্রবেশ করায় গরু-ছাগল, হাঁস-মুরগি নিয়ে সরে যায় উঁচু স্থানে। এরপর পানি কমতে শুরু করলে স্বস্তি ফিরে এসব মানুষের মধ্যে।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন,‘তিস্তার ঢলে আমার ইউনিয়নের ঝাড়সিহেশ্বর ও পুর্ব ছাতনাই গ্রামের পানি প্রবেশ করতে শুরু করে। হঠাৎ ঢল আসায় এসব মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
পরে বেলা বাড়ার সাথে পানি কমতে শুরু করলে স্বস্তি ফিরে মানুষের মধ্যে। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক আছে।’
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘হঠাৎ পানি বৃদ্ধির ফলে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। বেলা ১২টায় নদীর পানি কমে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নীচে নামে। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক আছে।