|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৩ অপরাহ্ণ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র মন্ত্রণালয়


বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র মন্ত্রণালয়


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকে ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে আখ্যায়িত করেছে।
 

৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে জানতে চাইলে, আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ মন্তব্য করেন।
 

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থানকালে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যা বাংলাদেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যের প্রেক্ষিতে ধানমন্ডি ৩২ নম্বরে ঘটে যাওয়া পরিস্থিতি সম্পর্কে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে তার অবস্থান পরিষ্কার করেছে। একই সঙ্গে ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য সম্পর্কে জানানো হয়, যা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।
 

রফিকুল আলম আরও বলেন, "বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য করা অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি দেখতে পাই, তবে বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না এবং আমরা অন্যদের কাছ থেকেও একই বিষয় প্রত্যাশা করি।"
 

শেখ হাসিনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মিথ্যা ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ার অভিযোগ এনে, ভারতের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে, গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এবং তার হাতে প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।
 

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের পরের দিন শুক্রবার, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও তলব করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫