রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমতে পারে রাতের তাপমাত্রা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
কয়েক দিনের প্রখর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর রাজধানী ঢাকায় নেমেছে মুষলধারে বৃষ্টি। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এই বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া, যা কিছুটা স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর মাঝে।
বৃষ্টিতে দীর্ঘদিনের গরমে অতিষ্ঠ মানুষের মুখে হাসি ফিরেছে। তীব্র রোদের পর হঠাৎ এমন বৃষ্টি অনেককেই আনন্দিত করেছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে এই বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসতে পারে। একই সঙ্গে জানানো হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ এখনো দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫