|
প্রিন্টের সময়কালঃ ৩১ জুলাই ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ মে ২০২৫ ০৮:৩২ অপরাহ্ণ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিলম্ব হলে সংকট আরও ঘনীভূত হবে: আমীর খসরু


গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিলম্ব হলে সংকট আরও ঘনীভূত হবে: আমীর খসরু


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

গণতন্ত্র ফিরিয়ে আনতে বিলম্ব হলে দেশে রাজনৈতিক ও সামাজিক সংকট আরও গভীর হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, "আমরা ভবিষ্যতের দিনগুলোতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থাকব। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। এই প্রক্রিয়ায় যত দেরি হবে, ততই সংকট বাড়তে থাকবে।"
 

সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৯৫ সালের এই দিনে ডিআরইউ যাত্রা শুরু করে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘ঐক্য-সমৃদ্ধি’।
 

আমীর খসরু বলেন, "যতক্ষণ গণতন্ত্র অনুপস্থিত থাকবে, মিডিয়া তার স্বাধীন ও কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। গণতান্ত্রিক শাসনব্যবস্থা না থাকলে মিডিয়ার ওপর নানা চাপ সৃষ্টি হয়। যারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকে, তারা নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে মিডিয়াকেও নিয়ন্ত্রণের চেষ্টা করে। সুতরাং, আমাদের যে আন্দোলন, তা গণতান্ত্রিক অধিকার, সংবিধান ও রাজনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলন—যার সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতাও গভীরভাবে সম্পৃক্ত।"
 

তিনি আরও বলেন, "একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তাদের জবাবদিহি করতে হয় এবং বারবার জনগণের মুখোমুখি হতে হয়।"
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আখন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ ডিআরইউ-এর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫