|
প্রিন্টের সময়কালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৬:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ণ

ভালুকায় প্রভাষকের বাসায় পরিবারের সদস্যদের হাত পা মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি


ভালুকায় প্রভাষকের বাসায় পরিবারের সদস্যদের হাত পা মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি


ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়েও অন্যান্য সদস্যদের হাত পা মুখ বেঁধে  ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  উপজেলার চাপরবাড়ী গ্রামের সামছুদ্দিন মাস্টার এর ছেলে প্রভাষক মোজাহিদুর রহমান সোহেলের বাড়ীতে এ দুর্ধর্ষ  ডাকাতির ঘটনাটি ঘটেছে।  এ ডাকাতির ঘটনায় পৌর এলাকায় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে। 
 

ভুক্তভোগী পরিবার মাধ্যমে  জানা যায়, ১৪ জানুয়ারি মঙ্গলবার দিবাগত-রাতে একদল ডাকাত  জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে । পরে বাড়ির মালিকে বেধে ও বাড়ীর অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামে এক শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ন অলংকার সহ প্রায় পনেরো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সকালে ডাকাতির ঘটনার খবর পেয়ে  ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

 

বাড়ীর মালিক সোহেল জানান, গত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার হাত-মূখ চোখ বেধে ফেলে এবং পরিবারে অন্য সবাইকে জিম্মি করে এবং শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ঘরের সর্বত্র খুঁজে খুঁজে  ৫টি এন্ড্রয়েড ফোন, স্বর্ণালংকার সহ বাসা থাকা সব টাকা পয়সা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এবং এ ঘটনায় থানা পুলিশের কাছে মামলা মোকদ্দমা না করতে হুমকি প্রদান করে নিরাপদে চলে যায় ডাকাত দল। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫