বড়াইগ্রামে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। ভোরের চেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কায়েস উদ্দিনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার এবং ভোরের চেতনার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, খাদ্য কর্মকর্তা ডালিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিনসহ উপজেলার আটটি প্রেসক্লাবের সভাপতি–সাধারণ সম্পাদক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুষ্ঠু, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে ভোরের চেতনা গত ২৬ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও পত্রিকাটি একই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫