|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৪ ০৩:৩৫ অপরাহ্ণ

রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল


রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল


ঢাকা প্রেস নিউজ
 

গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশ জারি হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করার ক্ষমতা পাবে ট্রাইব্যুনাল।
 

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়াটি অনুমোদন করা হয়।
 

খসড়ায় উল্লেখ করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে কোনো রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি দেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে থাকবে না। তবে ট্রাইব্যুনাল চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারবে।
 

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি ছিল সচিবালয়ে আয়োজিত প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ প্রায় সব উপদেষ্টা অংশ নেন। এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়মিত বৈঠক হলেও এবার প্রথমবারের মতো সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হলো।
 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস করেন। এ কারণে সচিবালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫