তিন ধাপে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল
ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
শেষ ভালো যার, সব ভালো তার। বছরটা দুর্দান্তভাবে শেষ করেছে লিটন-মিরাজরা। তিন ম্যাচের প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে টাইগাররা হয়ে ওঠেছিল আত্মবিশ্বাসী। বাংলাদেশের সামনে ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সুযোগ।
শেষ ম্যাচে ৮০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মিশন শেষ করে বাংলাদেশ। এর মাধ্যমে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টাইগাররা।
এবার সেই ট্রফি বিসিবির শোকেসে রাখার জন্য দেশে ফিরছে টিম টাইগার। আগামী রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে পাঁচ সদস্য ঢাকায় পৌঁছাবেন। একই দিনে বিকেল ৫টায় আরও সাত সদস্য একই এয়ারলাইন্সে দেশে ফিরবেন। সকাল আসা পাঁচ সদস্য দলটির সমস্ত ব্যাগ বহন করবেন।
এরপর সোমবার (২৩ ডিসেম্বর) কাতার এয়ারওয়েজে সকাল ৮টা ৩৫ মিনিটে দুই খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন। একই দিনে সকাল ১০টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে আরও চার খেলোয়াড় দেশে ফিরবেন।
এদিকে বিসিবি ক্রিকেট অপারেশন্স সূত্র জানিয়েছে, কোচিং স্টাফের সদস্যরা বড় দিনের ছুটিতে যাচ্ছেন। তবে দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফিরবেন।
ওয়ানডে সিরিজ শুরু হয় ৮ ডিসেম্বর। বাকি দুটি ম্যাচ হয় ১০ ও ১২ ডিসেম্বর। সেখানে বাংলাদেশ হারলেও টি-টোয়েন্টি সিরিজে তারা জয় পায়। ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে ১৮ ডিসেম্বর জয় নিশ্চিত করার পর আজ (২০ ডিসেম্বর) ক্যারিবিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ে লিটন বাহিনী। ওয়ানডেতে হারের প্রতিশোধ নিয়েছে তারা রেকর্ড গড়ে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫