কুমিল্লা–১০ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ইয়াছিন আরাফাতের সঙ্গে ১০ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাতের সঙ্গে ঐক্যবদ্ধ বাংলাদেশ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় নাঙ্গলকোটের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সারওয়ার কামাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা মীর সুলাইমান, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা এস এম মহি উদ্দিন, লালমাই উপজেলা আমির মাওলানা আব্দুন নূর, নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, লালমাই উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, খেলাফত মজলিস ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা।
সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কুমিল্লা–১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সমন্বিত প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬