চিলমারীতেই হতে যাচ্ছে ভাওয়াইয়া ইনস্টিটিউট

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, (কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধিঃ-
‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে’। ভাওয়াইয়া সম্রাট কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের গাঁওয়া, সেই বন্দর ছোঁয়া কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের চর্চা ও ভাওয়াইয়া গানের প্রশিক্ষণের জন্য "ভাওয়াইয়া ইনস্টিটিউট" স্থাপনের পরিকল্পনা নিয়েছেন সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সদস্য নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিলমারী নামটি ভাওয়াইয়া গানের মধ্যে বহুবার উচ্চারিত একটি নাম। একদিকে গোয়ালপাড়া আরেক দিকে কোচবিহার- রংপুর-দিনাজপুর। চিলমারীতে ভাওয়াইয়া ইনস্টিটিউট হলে ভাওয়াইয়া গান নবপ্রাণ পাবে বলে বিশ্বাস করি। তিনি আরো বলেন, সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভাওয়াইয়া ইনস্টিটিউট এর কাজ খুব দ্রুত শুরু করা হবে বলে জানান তিনি। এদিকে চিলমারীতে ভাওয়াইয়া ইনস্টিটিউট স্থাপনে সরকারের সম্মতিতে, কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মাঝে আনন্দের জোয়ার দেখা যাচ্ছে। ভাওয়াইয়া প্রেমীদের মতে, ভাওয়াইয়া গানের জনপদ উত্তরবঙ্গের চিলমারী এবার স্বীকৃতি পেতে যাচ্ছে বলে জানান তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫