|
প্রিন্টের সময়কালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫০ অপরাহ্ণ

টেকনাফ সীমান্তে ৬৯টি হাতবোমাসহ আটক ২


টেকনাফ সীমান্তে ৬৯টি হাতবোমাসহ আটক ২


কক্সবাজার প্রতিনিধি:-

 

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬৯টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

আটকরা হলেন—চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।
 

রোববার দুপুরে এক ক্ষুদে বার্তায় টেকনাফ ২ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
 

বিজিবি সূত্র জানায়, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে একদল দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। খবর পেয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
 

অভিযানে প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর একটি জরাজীর্ণ টিনশেড ঘরের ভেতর থেকে ৬৯টি তৈরি করা হাতবোমা, ১.৬ কেজি সালফার, ১.৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনাতার এবং ১টি প্লাস উদ্ধার করা হয়। এসময় দুই দুষ্কৃতকারীকে আটক করা গেলেও বাড়ির আঙিনায় অবস্থানরত আরও দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
 

জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে দেশীয় বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছিল। ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য এসব বোমা প্রস্তুত করা হচ্ছিল।
 

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বাড়ির মালিকের সংশ্লিষ্টতা আছে কিনা, তাও তদন্ত করা হচ্ছে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫