|
প্রিন্টের সময়কালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০৫:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ নভেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ণ

শিশুকে বাঁচাতে গিয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু


শিশুকে বাঁচাতে গিয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার):-

 

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক শিশু ছিটকে পড়ে। এ সময় শিশুকে রক্ষা করতে গিয়ে অটোরিকশাটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১) ও শওকত দেব (১৭)।
 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অমিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন। নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গলের পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। আহত অন্য দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন জানিয়েছেন, এই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫