|
প্রিন্টের সময়কালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৯:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ণ

বড়াইগ্রামে আ’লীগ নেতার ইন্তেকাল


বড়াইগ্রামে আ’লীগ নেতার ইন্তেকাল


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কে. এম. জিল্লুর রহমান জিন্না (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
 

মরহুম কে. এম. জিল্লুর রহমান জিন্না উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত ডা. আয়নুল হকের পুত্র। রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে সক্রিয় ভূমিকা পালন করেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 

সোমবার বিকেল ৩টায় মহিষভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 

জানাজা নামাজে নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, নগর ইউনিয়ন চেয়ারম্যান শামসুদ্দোহা, মাঝগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান দুলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬