|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২২ অপরাহ্ণ

দক্ষিণ হালিশহরে হালনাগাদ ভোটার আইডির ছবি তোলার কার্যক্রম পরিদর্শনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা


দক্ষিণ হালিশহরে হালনাগাদ ভোটার আইডির ছবি তোলার কার্যক্রম পরিদর্শনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক:২২ ফেব্রুয়ারি ( চট্টগ্রাম):-


৩৯ নং ওয়ার্ডে নতুন ভোটারদের সরজমিনে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (বন্দর জোন) সালমা নাজনীন।


 



এই কার্যক্রম কে‌ সহযোগিতা করতে নিরালস পরিশ্রম করে যাচ্ছেন স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
 

নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে নতুন ভোটারদের ছবি তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন বন্দর জোনের কর্মকর্তা গণ।

 



সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ছবি তোলার এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা সালমা নাজনীন।

তবে কাগজপত্র জটিলতার কারণে অনেক তরুণ প্রজন্মের নতুন ভোটার আইডির ছবি তোলার সময় বাদ পড়েছেন বলে‌ অভিযোগে জানা গেছে। 


 



০১/০১/২০০৮ ইং এর মধ্যে যাদের জন্ম তাঁরাই নতুন হালনাগাদ ভোটার হিসেবে আগামীতে তালিকা ভুক্ত হবেন।
 

সবাই কে এই কার্যক্রমের আওতায় এসে বর্তমান সরকার কে সহযোগিতা করতে অনুরোধ জানান বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী ও সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান।
 

আগত তরুণ প্রজন্মের ভোটার গণ হালনাগাদ এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে উচ্ছাস প্রকাশ করে।

এর মধ্যে নারী ও তরুণী ভোটার‌ হতে আসাদের খুব উৎসাহ প্রকাশ করেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী নির্বাচন কর্মকর্তা (বন্দর জোন) সালমা নাজনীন বলেন , আজকের মধ্যেই ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড এর‌ প্রায় ১৫শত নতুন ভোটারের ডাটা এন্ট্রি সহ ছবি তোলার কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে অনলাইনে ভোটারদের কার্যক্রম চলমান থাকবে, সেটি ও মূল তালিকায় যুক্ত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫