|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০১ অপরাহ্ণ

সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার


সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার


ঢাকা প্রেস নিউজ

 

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়েছে।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জারি করা হয়।
 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে সংশ্লিষ্ট ১০৩ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক-২০১৮-এর বিপিএম, বিপিএম (সেবা), পিপিএম ও পিপিএম (সেবা) পদক প্রত্যাহার করা হলো।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫