ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

ঢাকা প্রেস,শেরপুর প্রতিনিধি:-
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় ঋণের টাকা আদায়কে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর এলাকার তুরাব আলীর ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের শেখ ফরিদের কাছে এলাকার রিকশাচালক তারা মিয়া সুদে টাকা ধার নেন। মঙ্গলবার রাতে ঋণের টাকা নিয়ে ফরিদ, আলম ও রবিউলের সঙ্গে তার মিয়ার বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে হাতাহাতি হলে দেলোয়ার তাদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় হাতে কোপ খেয়ে দেলোয়ারসহ পাঁচজন আহত হন। তাদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে দেলোয়ার হোসেন মারা যান। আহত চারজন এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, "মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫