|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মে ২০২৩ ০২:৫২ অপরাহ্ণ

নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব, সতর্ক করল ডাক অধিদপ্তর


নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব, সতর্ক করল ডাক অধিদপ্তর


ডাক অধিদপ্তরের ‘উপজেলা পোস্টমাস্টার’ পদের নিয়োগ পরীক্ষা নিয়ে ছড়ানো গুজবে প্রভাবিত না হতে সতর্ক করে দিয়েছে অধিদপ্তর।

ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে পরিচালক (কর্মী ও সংস্থাপন) মো. আলতাফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্দ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, কয়েক দিন ধরে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ডাক অধিদপ্তরের ‘উপজেলা পোস্টমাস্টার’ পদের নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ ও প্রবেশপত্র ডাউনলোডসংক্রান্ত গুজব ফেসবুকসহ বিভিন্ন ইলেকট্রনিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে, যা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এরূপ গুজব ছড়ানো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব ব্যক্তি এই গুজব রটানোর সঙ্গে জড়িত, তাঁদের ফেসবুকসহ বিভিন্ন ইলেকট্রনিক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তথ্য অবিলম্বে অপসারণের জন্য বলা হলো। অন্যথায়, পোস্টকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত গুজবের দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। পরীক্ষার তারিখ, সময় ও স্থানসংক্রান্ত প্রকৃত তথ্য অনুসন্ধানের জন্য ডাক অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হলো। এ ছাড়া এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫