আজ শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
আজ রবিবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে নানা সংগঠন যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন এ কে ফজলুল হক। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী এবং কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনেও তিনি রেখেছেন অনন্য ভূমিকা। ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন তিনি, যা পরবর্তীতে উপমহাদেশের ইতিহাসে গূরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।
রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) নামে পরিচিত এ মহান নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক, যার অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫