শেষ ওভারের ‘পাগলামি’ সামলে জিতল নিউজিল্যান্ড

শেষ ওভারে দরকার ছিল ১০ রান। প্রথম বলে মার্ক চাপম্যান ছয় মেরে সমীকরণ নামিয়ে আনলেন ৫ বলে ৪ রানে। কিন্তু সহজ এই লক্ষ্য মেলাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলল নিউজিল্যান্ড। পরের টানা তিন বলে (একটি ওয়াইড) হারাল তিন উইকেট। লাহিরু কুমারা রানআউট মিস না করলে উইকেট যেত চতুর্থ বলেও। শেষের এই ‘পাগলামি’তে নিউজিল্যান্ডের মুঠোয় থাকা ম্যাচ তখন ফসকে যাওয়ার উপক্রম।
তবে জমিয়ে তোলা ম্যাচটায় শেষ পর্যন্ত হাসতে পারেনি শ্রীলঙ্কা। এক বল বাকি থাকতে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে ৪ উইকেটে। সিরিজের শেষ টি-টোয়েন্টির এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড।
কুইন্সটাউনের ম্যাচটিতে কিউইদের জয়ের লক্ষ্য ছিল ১৮৩ রানের। টিম সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে বেশ সহজ জয়ই দেখছিল স্বাগতিকেরা।
ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছয় মেরে ২৬ বলেই পঞ্চাশ ছুঁয়েছিলেন সেইফার্ট। ডানহাতি এ উইকেটকিপার-ব্যাটসম্যান এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকেও। তবে বেশ কয়েকটি উদ্ভাবনী শট খেলা ইনিংসটি থামে সাধারণ শর্ট-স্লোয়ার ডেলিভারিতে। প্রমদ মাদুশানের বলে কাভারে কাসুন রাজিতার ক্যাচ হন ৪৮ বলে ৮৮ রান করে।
এ নিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয়বার আশির ঘরে আউট হয়েছেন সেইফার্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ছিলেন ৭৯ রানে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫