|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৪ ০৬:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার


খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার


ঢাকা প্রেস
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:-

 

খাগড়াছড়ি জেলা সদর এলাকায় গত মঙ্গলবার ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডের জেরে উদ্ভূত উত্তেজনা কমে আসায় বুধবার বিকেল ৩টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।
 

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শহরে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে হয়।
 

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।
 

এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫