|
প্রিন্টের সময়কালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:১০ অপরাহ্ণ

জানুয়ারিতে সারাদেশে সাংবাদিক মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির


জানুয়ারিতে সারাদেশে সাংবাদিক মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির


দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি এ. কে. আজাদ। তিনি আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সারাদেশে সাংবাদিকদের অংশগ্রহণে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছেন।
 

সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ. কে. আজাদ বলেন, জানুয়ারির মাঝামাঝি সময় সারাদেশের সব সাংবাদিককে সঙ্গে নিয়ে এই হামলার প্রতিবাদে মহাসমাবেশ করা হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান।
 

সম্পাদক পরিষদ ও নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে এ প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ সাংবাদিক সংগঠন এবং নাগরিক সমাজের সদস্যরা সংহতি প্রকাশ করেন।
 

সভা শেষে হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ সব পেশাজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের অপরিহার্য দাবি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫