|
প্রিন্টের সময়কালঃ ১৩ মার্চ ২০২৫ ০১:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জানুয়ারি ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ

নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ 


নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ 


ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-

 


নওগাঁর মান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল ও বিআরএফ ইয়ুথ ক্লাব। 

 

শনিবার (১১ জানুয়ারি ) সকাল ১১ টায় মান্দা উপজেলার কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ব্লাডগ্রুপিং ও মেডিকেল ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা ও ৬০ জন হতদরিদ্র শিতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির সেচ্ছাসেবী সদস্যরা। 

ক্যাম্পেইনে বিনামূল্যে রোগী দেখেন ডাক্তার মোঃ আব্দুল মতিন (কনসালটেন্ট, ফ্যামিলি ও ল্যাব মেডিসিন)। তিনি এলাকাবাসীর মাঝে থ্যালাসেমিয়া ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করেন। ডা. মোঃ আব্দুল মতিন বলেন, "থ্যালাসেমিয়া শতভাগ প্রতিরোধযোগ্য একটি বংশগত রোগ। দুই জন বাহকের বিয়ের ফলে সন্তান থ্যালাসেমিয়া বাহক হতে পারে। এজন্য বিয়ের আগে ছাত্রজীবনেই আমাদের থ্যালাসেমিয়ার বাহক টেস্ট করে নেওয়ার প্রয়োজন। থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত দিতে হয়। তাদের সাহায্যার্থে আমাদের যুবকদের নিয়মিত রক্তদান করা উচিত।"


নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান বলেন, "আমরা রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে ছয় বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছি। প্রতি বছর শীতবস্ত্র বিতরণ ও যেকোনো দূর্যোগে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও কাজ করে যাবো।"


নওগাঁ ব্লাড সার্কেলের প্রতিষ্ঠাতা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের গতিপ্রকৃতি নিয়ে গবেষণা করেছে। মাঠ পর্যায়ে এসব গবেষণার প্রয়োগের জন্য আমরা স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।


অনুষ্ঠানে নওগাঁ ব্লাড সার্কেলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগাঁ সরকারি কলেজ শাখার সভাপতি রিজভী আহম্মেদ রিজোয়ান ও সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন কুলিহার বাজার যুব সংঘের বাহালুল রায়হান, আহসান হাবীব, জাহিদ হাসান হৃদয় সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫