|
প্রিন্টের সময়কালঃ ২১ আগu ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় কুড়িগ্রামে একজনের মৃত্যুদণ্ড


৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় কুড়িগ্রামে একজনের মৃত্যুদণ্ড


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নাজমুল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
 

মঙ্গলবার ( ১৯ আগষ্ট ) বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদলতের বিচারক কুমার বিশ্বাস এই রায় দেন।
 

মামলা সুত্রে জানা যায়, ২০২০ সালের ২১ জুন সকালে নাগেশ্বরী উপজেলার পুর্ব রামখানা কাশিয়াবাড়ি গ্রামের সফিকুল ইসলামের ৫ বছরের কন্যা সন্তান সাবিয়া খাতুন পার্শবর্তী ময়শার আলির বাড়ির সামনে খেলতে যায়। এসময় ময়শারের পুত্র নাজমুল তাকে ফুসলিয়ে ঘরের ভিতর নিয়ে ধর্ষণের পর হত্যা করে।  
 

এ ঘটনায় নিহত সাবিয়ার বাবা সফিকুল ইসলাম বাদি হয়ে নাগেশ্বরী থানায় নাজমুলের নামে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। পরে আদালতে ময়না তদন্ত, স্বাক্ষ্য প্রমাণ ও আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে বিচারক মৃত্যদন্ডের আদেশ দেন। 
 

মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মিজানুর রহমান সরকার ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন সরোয়ার কবির মিথুন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫