|
প্রিন্টের সময়কালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ০২:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৫ ০৪:৩৭ অপরাহ্ণ

রোহিতকে সরিয়ে ওয়ানডেতে ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল


রোহিতকে সরিয়ে ওয়ানডেতে ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল


স্পোর্টস ডেস্ক:-

 

ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের নতুন ধারা দেখা যাচ্ছে। টেস্ট দলের অধিনায়কত্বের পর এবার ওয়ানডে দলে নেতৃত্বের দায়িত্বও পেলেন তরুণ তারকা শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। তবে নেতৃত্ব পরিবর্তনের পরও রোহিত শর্মা স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন।
 

মূলত ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি গিলের প্রথম পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ অধিনায়কত্ব হিসেবে। এর আগে তিনি টেস্ট দলের স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দিয়েছেন।
 

অধিনায়কত্ব থেকে অব্যাহতি পেলেও অভিজ্ঞতার কারণে দলে রাখা হয়েছে রোহিত শর্মাকে। তার সঙ্গে স্কোয়াডে ফিরেছেন তারকা ব্যাটার বিরাট কোহলি, যারা চলতি বছরের মার্চের পর ভারতের হয়ে মাঠে নামেননি। শ্রেয়াস আইয়ার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবেন।
 

২৬ বছর বয়সী গিলের ৫০ ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা বেশি নয়। লিস্ট-এ ক্রিকেটে তিনি মাত্র ছয়টি ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটিতে জয় নিশ্চিত করেছেন। টেস্ট অধিনায়ক হিসেবে তিনি ভারতের নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।
 

ভারতের ওয়ানডে স্কোয়াড অস্ট্রেলিয়ার বিপক্ষে:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়ুসোয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ধ্রুব জুরেল, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫