|
প্রিন্টের সময়কালঃ ১৫ জুলাই ২০২৫ ০৬:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ণ

সীতাকুণ্ডের নুনাছড়ায় সামাজিক শৃঙ্খলা, চুরি,ডাকাতি,মাদক পান ও বিক্রয় এর বিরুদ্ধে সমাবেশ


সীতাকুণ্ডের নুনাছড়ায় সামাজিক শৃঙ্খলা, চুরি,ডাকাতি,মাদক পান ও বিক্রয় এর বিরুদ্ধে সমাবেশ


কাইয়ুমম চৌধুরী,সীতাকুণ্ডঃ-

 


 

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার পৌর ১ নং ওয়ার্ড নুনাছড়া ও সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের সর্বস্হরের জনগনের উদ্যোগে চুরি, ডাকাতি, সামাজিক শৃঙ্খলা, ইভটিজিংও মাদক বেচা কেনা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে তরুন সমাজসেবক  মোবারক হোসাইন জামশেদ ও সমাজকর্মী ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। 

সোমবার ( ১৪ জুলাই) বিকাল ৫ টায়  নুনাছড়া দলিলুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত  সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সেলিম উদ্দিন,  প্রবীণ রাজনীতিবিদ কামাল উদ্দিন চৌধুরী,তরুন সমাজ সেবক আরিফ হোসেন জনি চৌধুরী, নুরুল ইসলাম, মোঃ নূরউদ্দিন, আমিনুল ইসলাম, সোলেমান সেলিম, ওহিদুল আলম আলমগীর, মোবারক হোসেন সহ আরো অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি ওসি মুজিবুর বলেন,সমাজে সুশৃঙ্খলা ফিরে আনতে প্রতিটি অভিবাবকদের কে সচেতন হতে হবে,আপনাদের সন্তান বড় হলে তাদের প্রতি তীক্ষ নজর রাখতে হবে,তারা লেখাপড়া শেষে কোথায় যায়,কার সাথে মিশে,খবর রাখতে হবে।চুরি,ডাকাতি,নেশা অভ্যস্হ, নেশা বিক্রেতা কারো সাথে মিশতে দেয়া যাবেনা।এসবে যারা জড়িত তাদের কে চিক্রিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন,অথবা গোপনে তাদের নাম আমাদের কাছে দিবেন, আমরা সুযোগবুঝে গ্রেফতার করে আইনগত ব্যবস্হা নেবো।এতে আমাদের কোন ছাড় নেই ও থাকবেনা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫