দুপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি অনুষ্ঠিত হবে
ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ দুপুর ২টায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে। কর্মসূচিটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে যারা ফ্যাসিবাদের সহযোগী ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫