|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০১:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৩ ০২:০৩ অপরাহ্ণ

চোখে লেন্স পরার ক্ষেত্রে যেসব নিয়ম অনুসরণ করবেন


চোখে লেন্স পরার ক্ষেত্রে যেসব নিয়ম অনুসরণ করবেন


র্তমানে তরুণ-তরুণীদের মধ্যে চোখে লেন্স পরার প্রবণতা বাড়ছে। অনেকেই চোখের চশমার পরিবর্তে লেন্স পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এই লেন্স পরার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। নাহলে সমস্যায় পড়তে পারেন আপনি। তবে লেন্স পরার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। না হলে সমস্যায় পড়তে পারেন। একনজরে দেখে নিন চোখে লেন্স পরার ক্ষেত্রে কোন কোন নিয়ম অনুসরণ করবেন: 

  • লেন্স পরার আগে সবসময় ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ভালোভাবে হাত না ধুয়ে লেন্স পরা উচিত নয়। আর হাত ধোয়ার সময় খেয়াল রাখবেন যেন একটুও সাবান হাতে থেকে না যায়। হাত ভালো করে মুছে শুকিয়ে নিয়ে তারপর লেন্স ধরা উচিত।

  • মস্তিষ্কের বিশ্রামে যা করবেন মস্তিষ্কের বিশ্রামে যা করবেন 

  • চোখে কোনো ধরনের ইনফেকশন থাকলে লেন্স না পরাই ভালো। এক্ষেত্রে সবার আগে চিকিৎসকের পরামর্শ নিন। চোখ সেনসিটিভ হলে ইরিটেশন বা চোখের ইনফেকশন হতে পারে।

 

  • লেন্স ভালোভাবে উপযুক্ত সলিউশন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার হাত ছাড়া কখনই লেন্স ধরা উচিত নয়। লেন্স সলিউশন দিয়ে ভালোভাবে পরিষ্কার না রাখলেও সমস্যা বাড়তে পারে।

  • লেন্স পরে কখনও ঘুমিয়ে পরবেন না। অবশ্যই মনে করে ঘুমনোর আগে লেন্স খুলে নেওয়া প্রয়োজন। নাহলে চোখে সমস্যা হতে পারে।

  • লেন্স পরার পর চোখে কোনো রকম সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেকে রঙিন লেন্স পরতে পছন্দ করেন। এক্ষেত্রে যাদের চোখ খুব সেনসিটিভ তারা আগে একবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন।

 

  • শীত আসছে, যেসব বিষয় খেয়াল রাখা জরুরিশীত আসছে, যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

  • যদি লেন্স পরার পর চোখে দেখতে কোনভাবে অসুবিধা হয় তাহলে অবশ্যই লেন্স খুলে ফেলতে হবে। সলিউশন দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পর আবার লেন্স ব্যবহার করুন।

  • যারা নিয়মিতভাবে লেন্স ব্যবহার করেন, তারা অন্তত সঙ্গে একটা অতিরিক্ত লেন্স রাখবেন। নাহলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫