|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ০২:৪৭ অপরাহ্ণ

কুমিল্লায় ট্রেন-অটোরিকশা সংঘর্ষ: নিহত বেড়ে ৬


কুমিল্লায় ট্রেন-অটোরিকশা সংঘর্ষ: নিহত বেড়ে ৬


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কালিকাপুর রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক নিশ্চিত করেছেন যে চট্টগ্রাম থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুরের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনায় নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

 

দুর্ঘটনায় নিহতরা হলেন:

  • রফিজ মিয়া, লুৎফা বেগম, সফরজান, ও শানু বেগম (বাকশিমূল গ্রামের বাসিন্দা)
  • হোসেন আরা (খোদাইতলী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা)
  • অটোরিকশাচালক সাজু
     

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল ঘটনাস্থলে পৌঁছে জানান, কালিকাপুর রেলক্রসিংটি অরক্ষিত এবং সেখানে কোনো রেলগেট নেই। অটোরিকশাচালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া গেছে, আর বাকি মরদেহগুলো স্বজনরা নিয়ে গেছেন।
 

এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তার অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫