কক্সবাজারে ভয়াবহ বন্যা: ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাতে জেলা প্লাবিত

ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় অভূতপূর্ব বৃষ্টিপাতের ফলে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এই সময়কালে জেলায় ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কক্সবাজারের হোটেল-মোটেল জোন, রামু, ঈদগাও, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফ উপজেলার বেশ কিছু গ্রাম পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়েছে। পাশাপাশি নাইক্ষ্যংছড়ি উপজেলাও বন্যার কবলে পড়েছে।
অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে জেলা প্রশাসক শাহীন ইমরান পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। এতে জেলার অবস্থা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার কারণে হাজার হাজার মানুষের বাসস্থান হারিয়েছে এবং কৃষি জমি প্লাবিত হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫