ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশের ব্যাংক খাতে একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে খেলাপি ঋণ। বর্তমানে এর পরিমাণ ৪ লাখ কোটি টাকা বা তার বেশি বলে ধারণা করা হলেও, পূর্ণ তথ্য প্রকাশিত হলে তা ৬ লাখ কোটি টাকাকেও অতিক্রম করতে পারে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেন।
তিনি জানান, অতীতে খেলাপি ঋণের তথ্য গোপন রাখা হতো, কিন্তু বর্তমানে সে সব তথ্য প্রকাশ করা হচ্ছে। খেলাপি ঋণ ৪ লাখ কোটি টাকা বা তার বেশি হতে পারে, তবে পরিপূর্ণ তথ্য প্রকাশিত হলে তা ৬ লাখ কোটি টাকাও হতে পারে।
হুসনে আরা শিখা বলেন, ‘‘এই মুহূর্তে খেলাপি ঋণ কম দেখানোর কোনো চিন্তা করা হচ্ছে না। তদন্ত শেষে এর পরিমাণ কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করার চেষ্টা করছে খেলাপি ঋণ সম্পর্কিত বিষয়ে। ঋণ বৃদ্ধির একটি কারণ হতে পারে এই নিয়ম অনুসরণ। তবে, এখন যেহেতু সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে, আগের মতো গোপন রাখা হচ্ছে না, তাতে পরিস্থিতি আরও স্পষ্ট হবে।
এছাড়া, দেশের আর্থিক স্থিতিশীলতা সৃষ্টির পথে গত পাঁচ মাসের অর্জন নিয়েও কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেন হুসনে আরা শিখা। তিনি জানান, ইতোমধ্যে আর্থিক ভীতি কাটিয়ে উঠতে কিছু সফল পদক্ষেপ নেওয়া হয়েছে—যেমন বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন, ব্যাংকিং টাস্কফোর্স গঠন, ডলার বাজারে স্থিতিশীলতা আনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে পুরোপুরি স্থিতিশীলতা অর্জিত না হওয়ায় বাংলাদেশ ব্যাংক এখনো সন্তুষ্ট নয়।
এদিকে, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে কত টাকা কোন দেশে পাচার হয়েছে, তা জানা যাবে। যদিও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া সময়সাপেক্ষ, তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কাজ করছে এবং নিরাপত্তার কারণে তারা বিস্তারিত তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেন না।