যারা জান্নাতের লোভ দেখিয়ে আগেই ঠকাচ্ছে তারা পরে কী করবে ?
অনলাইন ডেস্ক:
বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যেখানে জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে একটি দল দুনিয়াতেই জান্নাত–জাহান্নামের লোভ দেখাচ্ছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটে অনুষ্ঠিত সমাবেশের মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। বক্তব্যের এক পর্যায়ে তিনি মঞ্চের সামনে থাকা এক ব্যক্তিকে ডেকে নেন। সেখানে উপস্থিত সবাই মুসলমান উল্লেখ করে তিনি ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, এই দুনিয়া ও জান্নাত–জাহান্নামের মালিক কে। উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ’।
এরপর তারেক রহমান বলেন, যেখানে জান্নাত–জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে এরা দুনিয়াতেই এর লোভ দেখাচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, ‘যারা আপনাদের আগেই ঠকাচ্ছে, তারা পরে কী করবে?’
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল রাতে সিলেটে পৌঁছান তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এটি ছিল তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর।
মাজার জিয়ারত শেষে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে কিছু সময় অবস্থান শেষে রাতে হোটেলে ফিরে যান। সেখান থেকেই আজ দলীয় নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬