প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদলের ঝাড়ু মিছিল

ঢাকা প্রেস
নগরকান্দা উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:-
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে 'ভিত্তিহীন ও বিভ্রান্তিকর' সংবাদ প্রকাশের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিদেশে অবস্থান করে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধার বিনিময়ে মনগড়া বক্তব্য দিচ্ছেন, যা দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।
তারা শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারের জন্য ইলিয়াস হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
এই ঝাড়ু মিছিলে ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল এবং উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫