|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৩:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৬:৩৩ অপরাহ্ণ

চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানে প্রাণ হারালেন তরুণ ইমন


চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানে প্রাণ হারালেন তরুণ ইমন


কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা নগরীতে চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইমন সরকার (২২) নামে এক তরুণের। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রামমালা মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
 

নিহত ইমন সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার কোটবাড়িতে বড় ভাই সুমন সরকারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুমন সরকার, বর্তমানে তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
 

ইমনের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। তিনি রায়োচ সার্জিক্যাল নামে একটি প্রতিষ্ঠানে বিক্রয় কর্মকর্তা হিসেবে যোগ দেন, যেখানে তার বড় ভাই আগে থেকেই কর্মরত ছিলেন। প্রথম কর্মদিবসে ভাইয়ের সঙ্গে কাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন ইমন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন ও তার ভাই সুমন রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বেরিয়ে টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি অটোরিকশার ধাক্কায় তারা রাস্তায় ছিটকে পড়েন। তখন পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান ইমনকে চাপা দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন সুমনও।
 

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রকিবুল ইসলাম বলেন, “ইমনকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
 

আইনি প্রক্রিয়া শেষে ইমনের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫