|
প্রিন্টের সময়কালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ০১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ণ

সারজিস আলমের মন্তব্য: মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই


সারজিস আলমের মন্তব্য: মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই


নওগাঁ প্রতিনিধি:-


 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে এমনভাবে আচরণ করছেন, যেন নির্বাচনের মধ্য দিয়ে কেবল দায়সারা এক্সিট নিলেই দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু এই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, তাদের রক্তের ঋণের সামনে এই ভয় ও দায়িত্বহীনতা লজ্জাজনক। যারা দায়িত্ব পালনে ভয় পান, তাদের এই অবস্থান নৈতিকভাবে টিকে থাকার যোগ্য নয়। এমন ব্যক্তিদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যেখানেই তারা লুকাক, বাংলাদেশের মানুষ তাদের চিনে নেবে।”
 

মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম।
 

তিনি আরও বলেন, “শাপলা প্রতীকের বিষয়ে কোনো আইনগত বাধা নেই। তবুও নির্বাচন কমিশন যেন স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং অভ্যুত্থান-পরবর্তী স্বেচ্ছাচারিতার মতো আচরণ করছে। এটা যদি কারও চাপে পড়ে করা হয়, তবে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই নির্বাচন কমিশন স্বাধীন মর্যাদা ও আস্থার সঙ্গে কাজ করুক।”
 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “জোটগতভাবে অংশগ্রহণের বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নভেম্বরের মধ্যেই সব জেলা, উপজেলা ও ইউনিটি পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
 

সারজিস আলম আরও বলেন, “বাংলাদেশের সৎ ও ভালো মানুষরা যদি একত্রিত হতে চান, তাহলে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলা সম্ভব। তবে আওয়ামী লীগের যেকোনো সংস্করণ বা ভার্সন অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আর প্রাসঙ্গিক নয়—এনসিপি এ অবস্থানেই অবিচল থাকবে।”
 

সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫