|
প্রিন্টের সময়কালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:০৭ অপরাহ্ণ

ফেনীর তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল


ফেনীর তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল


জহিরুল হক খাঁন, ফেনী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলার তিনটি সংসদীয় আসন—ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩–এ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের মধ্যে ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফেনী-২ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এবং ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিগ্যান চাকমার কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকালে বিএনপি নেতা রফিকুল আলম মজনু, রেহানা আক্তার রুনুসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশও ফেনীর বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেছে। ফেনী-১ আসনে এস. এম. কামাল উদ্দিন এবং ফেনী-৩ আসনে ডা. ফখরুদ্দিন মানিক মনোনয়নপত্র জমা দেন। এ সময় ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মধ্যে নতুন রাজনৈতিক জোটের প্রেক্ষাপটে ফেনী-২ আসনে জোট মনোনীত প্রার্থী হিসেবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মনোনয়নপত্র দাখিল করেন। একই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে শহিদ উদ্দিন মাহমুদ স্বপন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া ফেনীর তিন আসনেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫