প্রকাশকালঃ
০৬ এপ্রিল ২০২৩ ০১:০০ অপরাহ্ণ ৬০৩ বার পঠিত
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার নিয়মিত আয়োজনের ১৭তম পর্বে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?
ক. বরেন্দ্র জাদুঘর এলাকা
খ. সোনারগাঁও জাদুঘর এলাকা
গ. নেত্রকোনার বিরিশিরি অঞ্চল
ঘ. সেন্ট মার্টিন দ্বীপ
২. বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে?
ক. মেসোমণ্ডল
খ. তাপমণ্ডল
গ. এক্সোমণ্ডল
ঘ. স্ট্রাটোমণ্ডল
৩. বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিনকালের সোপান দেখা যায়?
ক. কুষ্টিয়া
খ. বরিশাল
গ. যশোর
ঘ. কুমিল্লা
৪. বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে?
ক. মহেশখালী
খ. নিঝুম দ্বীপ
গ. কুতুবদিয়া
ঘ. সন্দ্বীপ
৫. বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে?
ক. মেসোমণ্ডল
খ. ট্রপোমণ্ডল
গ. স্ট্রাটোমণ্ডল
ঘ. এক্সোমণ্ডল
৬. সুন্দরবন থেকে রামপালের দূরত্ব কত কিলোমিটার?
ক. ১০
খ. ১২
গ. ১৪
ঘ. ১৬
৭. বাংলাদেশের কতটি গুরুত্বপূর্ণ এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে?
ক. ১০টি
খ. ১২টি
গ. ১৩টি
ঘ. ১৪টি
৮. গ্রীষ্মের শেষে উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ায় যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তাকে বলা হয়?
ক. উইলি উইলি
খ. টাইফুন
গ. সাইক্লোন
ঘ. হারিকেন
৯. নাগার্নো-কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
ক. উজবেকিস্তান-আর্মেনিয়া
খ. আর্মেনিয়া-কাজাকিস্তান
গ. উজবেকিস্তান-তাজিকিস্তান
ঘ. আর্মেনিয়া-আজারবাইজান